গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় প্রতিমা বিসর্জনের সময় ইঞ্জিনচালিত নৌকা ডুবে নিখোঁজ হওয়া দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার ঘাটাখালি নদীর বরিয়াবাহ এলাকা থেকে তন্ময় মনি দাসের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার (৩ অক্টোবর) সকালে একই দুর্ঘটনায় নিখোঁজ অঙ্কিতা রানী দাসের মরদেহ উদ্ধার করা হয়েছিল।শিশু তন্ময় চন্দ্র দাস (৯) কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকার তাপস চন্দ্র দাসের ছেলে। অঙ্কিতা মনি দাস (৪) একই এলাকার হিজলতলীর প্রভাস মনি দাসের মেয়ে।স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের জন্য পরিবারসহ একটি ইঞ্জিনচালিত নৌকায় ওঠেন তারা। নৌকায় মোট ১৮ জন যাত্রী ছিলেন। নদীর ঘাটের দিকে যাওয়ার পথে অপর একটি নৌকার সঙ্গে সংঘর্ষ হলে নৌকাটি উল্টে যায়। এ সময় যাত্রীরা প্রাণ বাঁচাতে সাঁতরে তীরে ওঠেন বা...