দেশটির চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে ৬৪ বছর বয়সী এই নারীর ওপর আস্থা রেখেছেন দলটির প্রতিনিধিরা। আগামী ১৫ অক্টোবর শিগিরু ইশিবার উত্তরসূরি নির্বাচনের ভোটাভুটি হওয়ার কথা। সেই পরীক্ষায় উৎরে গেলেই জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করবেন তাকাইচি। দীর্ঘদিন ধরেই জনমত জরিপে এগিয়ে আছেন তাকাইচি, বিশেষ করে কৃষিমন্ত্রী শিনজিরো কোইজুমির সঙ্গে পাল্লা দিয়ে। আগামী ৪ অক্টোবর এলডিপির ভোট অনুষ্ঠিত হবে। গত বছর, তাকাইচি অল্প ব্যবধানে বিদায়ী প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার কাছে হেরে গিয়েছিলেন রানঅফ পর্বে। তবে, এবার প্রধানমন্ত্রী হিসেবে তাকাইচি’র নির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রবল। এইবার যদি তাকাইচি দলীয় ভোটের পাশাপাশি সংসদীয় ভোটেও জয় পান, তবে তিনিই হবেন জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী। রাজনৈতিক লিঙ্গ সমতার দিক থেকে পিছিয়ে থাকা জাপানের জন্য এটি হতে পারে একটি যুগান্তকারী ঘটনা। নাগোয়া বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও...