টি-টোয়েন্টি ক্রিকেটে এখন সবচেয়ে বেশি ডট দেওয়ার মালিক মোস্তাফিজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডট বল করার তালিকায় শীর্ষে উঠতে নিউজিল্যান্ডের সাবেক পেসার টিম সাউদিকে পেছনে ফেলেছেন এই টাইগার পেসার। শুক্রবার (৩ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে মোস্তাফিজের ডট বলের সংখ্যা ছিল ১১৩৫টি। শীর্ষে থাকা সাউদির ডট সংখ্যা ছিল ১১৩৮। তাই সাউদিকে ছাড়িয়ে যেতে ফিজের প্রয়োজন ছিল মাত্র চারটি ডট। ইনিংসের ১৬তম ওভারে নিজের দ্বিতীয় স্পেলের পঞ্চম বল দিয়ে ১১৩৮তম ডট করে সাউদিকে ছুঁয়ে ফেলেন মোস্তাফিজ। এরপর ১৮তম ওভারের দ্বিতীয় বল ডট করে সাবেক কিউই পেসারকে ছাড়িয়ে...