আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে ৬ ও ৩২ রান এসেছে টি-টোয়েন্টির ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলীর ব্যাটে। তবে সমর্থকরা মিডল অর্ডারে তার কাছ থেকে আরও দায়িত্বশীল ও বড় ইনিংস নিয়মিত আশা করছেন। তবে জাকেরের এই ফর্মহীনতাকে বড় সমস্যা মনে করছেন না কোচ ফিল সিমন্স। শুক্রবার (৩ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ের পর সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘বিশ্বের নানা প্রান্তে তাকালে দেখবেন আন্তর্জাতিক প্লেয়ারদের অনেকেই কিছু ম্যাচে রান পায় না। তারও (জাকেরের) কিছু ম্যাচ খারাপ গেছে। এটাকে আমি সমস্যা হিসেবে দেখছি না। ব্যাটার হিসেবে এটা স্বাভাবিক ব্যাপারই।’ আরও পড়ুনআরও পড়ুন‘১৫ বছর ধরে যারা ক্রিকেট ধ্বংস করেছে, তারা এখনো বোর্ডে কীভাবে’ দলে মিডল অর্ডার ব্যাটারের অভাব দেখেন কিনা এমন প্রশ্নের জবাবে সিমন্স বলেন, ‘অনেক মিডল অর্ডার ব্যাটার আছে দলে। আমরা আসলে নির্দিষ্ট...