দক্ষিণ বঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয়, প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের কীর্তনখোলা নদীর কোলঘেঁষা কর্ণকাঠি গ্রামের সবুজ-শ্যামল পরিবেশে গড়ে উঠেছে। ২০১২ সালের জানুয়ারিতে যাত্রা শুরু করা এই বিশ্ববিদ্যালয় ঋতু পরিবর্তনের সঙ্গে ভিন্ন ভিন্ন সাজে সেজে ওঠে। গ্রীষ্মে কৃষ্ণচূড়া, জারুল ও সোনালু ফুলে রঙিন হয় প্রাঙ্গণ, বর্ষায় কদমের সুবাস ছড়ায়, শরতে দোলে কাশফুল, হেমন্তে ফোটে শিউলি, বসন্তে পলাশ আর শীতে গাঁদা। এমন বৈচিত্র্যময় প্রকৃতির মাঝেই শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি উপভোগ করেন জীবনের রঙিনতা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর পাশের মাঠে প্রতি বছরই শরতের আগমনে ফোটে কাশফুল। মাঠটি ব্যবহারোপযোগী রাখতে গত বছর প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে বালু ভরাট করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন, যাতে আর কাশফুল না ফোটে। কিন্তু প্রকৃতিকে থামানো যায়নি মানুষের ইচ্ছেমতো। আবারও মাথা তুলে দাঁড়িয়েছে কাশফুল, যেন প্রকৃতি নিজেই জানিয়ে দিল—তার সৌন্দর্যকে দমিয়ে...