রাজশাহী, ৪ অক্টোবর — ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থানাগুলোতে পুলিশি সেবা বন্ধ থাকার পেছনে আন্তরিকতার অভাবই মূল কারণ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।তিনি বলেন,“১৮৭৮ সালে থানা প্রতিষ্ঠার পর ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালেও থানাগুলো ২৪ ঘণ্টা সেবা দিয়ে গেছে। কিন্তু ‘২৪-এর আন্দোলনের’ সময় তার ব্যত্যয় ঘটেছে। তখন মেধা বা দক্ষতার ঘাটতি ছিল না, ঘাটতি ছিল আন্তরিকতার।”শনিবার (৪ অক্টোবর) সকালে রাজশাহী পিটিআই মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।সিনিয়র সচিব আরও বলেন,“অসৎ লোকের কাজকর্মে সমাজ ধ্বংস হয় না, ধ্বংস হয় সৎ লোকের নীরবতায়। দেশের প্রায় ৪০ শতাংশ জনগোষ্ঠী এখন জেন-জি প্রজন্ম, যারা ৩৬ জুলাইয়ের অভ্যুত্থান ঘটিয়েছে। তারা আমাদের কাছ থেকে সুবিচার প্রত্যাশা করে।”তিনি স্বীকার করেন, নতুন প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালনে প্রশাসন ব্যর্থ হয়েছে।“তারা যে সুবিচার চায়,...