বাংলাদেশে রেল সবচেয়ে আরামদায়ক গণপরিবহন হিসেবে যাত্রীদের কাছে আজও প্রিয়। প্রতিদিন হাজার হাজার মানুষ স্বপ্ল খরচে, আরামে এবং নিরাপদে ভ্রমণের আশায় রেলপথ বেছে নেন। কিন্তু বাস্তবচিত্র হলো- বাংলাদেশে রেল সবচেয়ে আরামদায়ক গণপরিবহন হিসেবে যাত্রীদের কাছে আজও প্রিয়। প্রতিদিন হাজার হাজার মানুষ স্বপ্ল খরচে, আরামে এবং নিরাপদে ভ্রমণের আশায় রেলপথ বেছে নেন। কিন্তু বাস্তবচিত্র হলো- একটার পর একটা ভয়াবহ দুর্ঘটনা এই আস্থার ভিত নড়বড়ে করে দিচ্ছে। নিরাপদ ভ্রমণের বদলে যাত্রীদের মনে জন্ম নিচ্ছে শঙ্কা ও আতঙ্কা। রেল যখন আস্থা ও আরামের প্রতীক হওয়ার কথা তখন সেটি আজ মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে। অব্যবস্থাপনা ও ত্রুটির কারণে যাত্রীরা রেল ভ্রমণে বিমুখ হচ্ছে। অথচ বিশ্বের বিভিন্ন দেশ রেল ভ্রমণে কীভাবে যাত্রীদেরক আকৃষ্ট করা যায় সেজন্য সেবার মান বাড়ানোর চেষ্টা করছে। উন্নত দেশগুলোতে রেল ব্যবস্থায় রয়েছে...