আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-১, রূপগঞ্জ আসনের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা কর্মী-সমর্কদের নিয়ে উঠান বৈঠক, সভা-সমাবেশ ও জনসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন। পাশাপাশি বিভিন্ন দলীয় ও জাতীয় অনুষ্ঠানে সমর্থকদের উপস্থিতি নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগীতা করছেন। ঐতিহ্যগত ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে প্রতিদন্ধিতা করে আসছে। জুলাই বিপ্লবের পর বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগ প্রকাশ্য রাজনীতি থেকে এক প্রকার হারিয়ে যাওয়ায় বিএনপিকে এই আসনে জামায়াতেও এনসিপির সাথে প্রতিদন্ধীতা করতে হবে। তবে এলাকায় জামায়াত ও এনসিপির মনোনীত প্রার্থীর পরিচিতি কম হওয়াকে বিএনপি তাদের সুবিধা হিসাবে বিবেচনা করছে। মনোনয়ন নিয়ে দলীয় বিভাজন স্পষ্ট হলেও প্রার্থী চুড়ান্ত হলে সবাই মিলে মাঠে একত্রিত হয়ে কাজ করবে বলে মনে করছে দলের শুভাকাঙ্খীরা। সংসদীয় আসন-২০৪, রূপগঞ্জ জামায়াত ইসলামীর একক...