নিজস্ব প্রতিবেদক : শিল্পী-সাহিত্যিকদের জীবদ্দশায় কেন যথাযথভাবে সম্মান জানানো হয় না—এই সমালোচনার জবাব দিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। শনিবার (৪ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি তার অবস্থান স্পষ্ট করেন। ফারুকী লিখেছেন,“আমার এক বন্ধু প্রশ্ন তুলেছে—শিল্পী-সাহিত্যিকদের মৃত্যুর পর কেন উদযাপন হয়, আর জীবদ্দশায় তাদের জন্য কিছু করা হয় না কেন? আহমদ রফিকের মৃত্যু প্রসঙ্গে এই প্রশ্নটা সে তুলেছে। এই প্রশ্নটা আমরাও আগে করেছি। তাই কিছুটা কৈফিয়ত দেওয়া প্রয়োজন মনে করছি।” ফারুকী বলেন, আহমদ রফিকের জীবিত অবস্থাতেই সরকার তার সঙ্গে যোগাযোগ রেখেছিল। পরিকল্পনা ছিল বাংলাদেশের কিংবদন্তি শিল্পী-সাহিত্যিকদের জীবন ও কাজকে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উদযাপন করা। এজন্য শিল্পকলা একাডেমি একটি ক্যালেন্ডার তৈরি করছে, যাতে এসব আয়োজন যেন বোরিং সরকারি অনুষ্ঠানে পরিণত না হয়, সেজন্য...