জার্মানির কোলন শহরে শুরু হওয়া বিশ্বের বৃহৎ ফুড ও বেভারেজ মেলা ‘আনুগা ২০২৫’-এ অংশ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য উৎপাদন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান প্রাণ। ইউরোপ, আমেরিকাসহ অন্যান্য অঞ্চলে বাংলাদেশের প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের রপ্তানি বাড়ানোর লক্ষ্যে মেলায় অংশ নিয়েছে প্রতিষ্ঠানটি। শনিবার (৪ অক্টোবর) থেকে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এ মেলায় শতাধিক দেশ থেকে প্রায় ৮ হাজার কোম্পানি অংশ নিয়েছে। প্রায় ২০০টি দেশ থেকে ১ লাখ ৪০ হাজারেরও বেশি ব্যবসায়ী প্রতিনিধি নতুন পণ্য ও উদ্ভাবন খুঁজতে মেলায় একত্রিত হয়েছেন। এ বছর প্রাণ-এর স্টলে বিস্কুট, কনফেকশনারি, জুস অ্যান্ড ড্রিংকস, কালিনারিসহ বিভিন্ন ধরনের পাঁচ শতাধিক পণ্য প্রদর্শন করা হচ্ছে। এর মধ্যে নতুন ফ্লেভারড বিস্কুট, নুডলস ও কনফেকশনারি পণ্য বিশেষভাবে আগত দর্শনার্থীদের নজর কাড়ছে। সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড পেলো প্রাণ-আরএফএল গ্রুপপ্রাণ-আরএফএল ক্যাম্পাস অ্যাম্বাসেডর হলেন ৪০ শিক্ষার্থীশ্রমিক কল্যাণ তহবিলে প্রাণ-আরএফএল...