মানিকগঞ্জের সিংগাইরে মাছ ধরতে গিয়ে চান্দহর নদীতে পড়ে গিয়ে নিখোঁজ জেলে ভজন রাজবংশীর। এরপর ১৬ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে তিনি নীদে পড়ে নিখোঁজ হন। নিখোঁজ ভজন রাজবংশী (৫৫) উপজেলার মানিকনগর গ্রামের মৃত ফকির চান রাজবংশীর ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে ভজন কয়েকজন জেলের সঙ্গে নদীতে মাছ ধরতে যান। তিনি ব্লাড প্রেশারের রোগী ছিলেন এবং ওষুধ সেবনের পরই নদীতে নামেন। ধারণা করা হচ্ছে অসুস্থতার কারণে কিংবা অসাবধানতাবশত তিনি সবার অগোচরে নদীতে পড়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ। খবর পেয়ে সিংগাইর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল...