বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কর্তৃক নিয়ম বহির্ভুতভাবে ঝিনাইদহ জেলা কমান্ড অনুমোদন দেয়ার প্রতিবাদে এবং উক্ত কমিটি বাতিলের দাবিতে জেলার সর্বস্তরের মুক্তিযোদ্ধাদের এক সাংবাদিক সম্মেলন শনিবার সকাল ১১ টায় ঝিনাইদহ বার সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্য পাঠ করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) বীর মুক্তিযোদ্ধা এস. এম মশিয়ুর রহমান। লিখিত বক্তব্যে তিনি বলেন- জেলা কমান্ড গঠন করতে হবে উচ্চতর ট্রেনিংপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে। সে সকল জেলাতে একের অধিক কমিটি জমা হবে, সে সকল জেলাতে সমঝোতার মাধ্যমে কমিটি গঠন করা হবে। প্রয়োজনে কেন্দ্রীয় প্রতিনিধি জেলাতে গিয়ে মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে জেলা কমান্ড গঠন করতে হবে। বিগত সরকারের সময় যারা নেতৃত্ব দিয়েছেন তাদের বাদ দিতে হবে, সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিদের দ্বারা কমিটি গঠন করতে হবে। তিনি আরও বলেন বর্তমান ঝিনাইদহ জেলা কমান্ড বাতিল করতে হবে এবং...