মাত্র দুইজন যুবক। চোখে-মুখে বিশ্বজয়ের নতুন স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নে হাঁটিহাঁটি করে পা বাড়ায় এই দুই স্বপ্নবাজ। সম্পর্কে তারা মামা-ভাগ্নে। কথায় আছে ‘মামা ভাগ্নে যেখানে আপদ নাই সেখানে’। মাহমুদ শরীফ, কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা :মাত্র দুইজন যুবক। চোখে-মুখে বিশ্বজয়ের নতুন স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নে হাঁটিহাঁটি করে পা বাড়ায় এই দুই স্বপ্নবাজ। সম্পর্কে তারা মামা-ভাগ্নে। কথায় আছে ‘মামা ভাগ্নে যেখানে আপদ নাই সেখানে’। সামারুখ হোসেন আর তার ভাগ্নে লিটন হোসেন খান। সামারুখ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইসিটি আর লিটন হোসেন খান কুয়েট থেকে কম্পিউটার প্রকৌশলে লেখা পড়া শেষ করে ঢাকায় গড়ে তোলে আইটি ফার্ম। তাদের দুজনের বাড়ি কুষ্টিয়া জেলাধীন খোকসা উপজেলার অবারিত অরণ্যে ঘেরা শিমুলিয়া গ্রামে। গ্রাম বলতে অজো পাড়া গাঁ। চারিদিকে ফসলের মাঠ আর বন বনানীর গাঢ় ছায়া। পাশে বড় একটা জলাশয়ে...