১৯৭২ সালের সংবিধান জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে আর সক্ষম নয় উল্লেখ করে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা অ্যাডভোকেট সাকিল আহমেদ। শনিবার সকাল সাড়ে ১১টায় মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত “কেমন মেহেরপুর চাই” শীর্ষক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ দাবি জানান। অ্যাডভোকেট সাকিল আহমেদ বলেন, “দেশের বিদ্যমান ১৯৭২ সালের সংবিধান আজ কার্যকর নয়। জনগণের অধিকার, স্বাধীনতা ও অংশগ্রহণ নিশ্চিত করতে হলে এ সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে একটি নতুন সংবিধান তৈরি করতে হবে।” তিনি আরও বলেন, জনগণের সত্যিকারের ক্ষমতায়ন ও গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত করতে হলে নতুন সংবিধান প্রণয়নের বিকল্প নেই। জনগণই দেশের আসল মালিক—তাদের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়াই এনসিপির অঙ্গীকার। এ সময় মেহেরপুরের উন্নয়ন লক্ষ্য করে ১৩ দফা কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে রয়েছে—মানসম্মত শিক্ষা...