নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীকে বিভাগ ঘোষণা না করলে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং এনসিপি’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে 'অবাঞ্ছিত' ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছে একদল বিক্ষুব্ধ স্থানীয় নাগরিক ও ছাত্রনেতা। শুক্রবার (৩ অক্টোবর) নোয়াখালী শহরে আয়োজিত এক বিক্ষোভ মিছিল থেকে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। এতে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় ছাত্রছাত্রীরা অংশ নেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ তুষার বলেন:“নোয়াখালীকে বিভাগ করার দাবি নতুন কিছু নয়। এটি আমাদের ন্যায্য অধিকার। স্বাধীনতা-পরবর্তী সময় থেকে যে অবহেলা ও বৈষম্যের শিকার হচ্ছি, তা যদি ২০২৪ পরবর্তী সময়েও চলতে থাকে, তাহলে আসিফ মাহমুদ ও হাসনাত আব্দুল্লাহকে নোয়াখালীতে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।” আরেক সংগঠক, মেহেদী হাসান সীমান্ত, বলেন:“গোপালগঞ্জের জন্য শেখ হাসিনার শাসনামল ছিল স্বর্ণযুগ। এখন দেখা...