ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল অ্যানালিস্ট মো. মামুনুর রশীদ বলেন, গত ১৪ মাসে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের পোর্টফোলিও প্রায় অর্ধেকে নেমে গেছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর নতুন কমিশন ও নতুন নেতৃত্ব এলেও বিনিয়োগকারীদের আস্থা ফেরেনি। যারা ১৪ মাস আগে ১০০ টাকা বিনিয়োগ করেছিলেন, আজ তারা নিজেদের অর্থ মাত্র ৫০ টাকায় দেখতে পাচ্ছেন। এ যেন এমন সময়, যখন দেশ হাসে, বিনিয়োগকারী কাঁদে। ছবি: মাহবুব আলম জাগোনিউজ২৪.কম আয়োজিত ‘পুঁজিবাজারে বিনিয়োগ: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় পুঁজিবাজারের বর্তমান সংকট ও বিনিয়োগকারীদের অধিকার রক্ষায় সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে এসব কথা বলেন তিনি। সাবেক বিএসইসি চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সময় চালু হওয়া বন্ড মার্কেট, এসএমই ও এটিভি প্রকল্পগুলো বর্তমানে পুনরায় চালু হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মো. মামুনুর রশীদ বলেন, সাবেক চেয়ারম্যানের দুর্নীতি মামলার কারণে বিনিয়োগকারীদের আস্থা আরও ক্ষুণ্ন হয়েছে।...