দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে সশস্ত্র হামলার অভিযোগে ছয়জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম নিউজের প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইরান সম্প্রতি দ্রুতগতিতে মৃত্যুদণ্ড কার্যকর করছে। বিশেষ করে যাদের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ আছে তাদেরকে। গত জুন মাসে ১২ দিনের ইরান-ইসরায়েল যুদ্ধের পর থেকে এই পদক্ষেপ জোড়ালোভাবে নেওয়া হচ্ছে। বিচার বিভাগের ওয়েবসাইট মিজানে শনিবার বলা হয়, ‘খুজেস্তান প্রদেশে নিরাপত্তা টার্গেট করে সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিক সশস্ত্র ও বোমা হামলা চালানো ছয়জন বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীর মৃত্যুদণ্ড আজ ভোরে কার্যকর করা হয়েছে।’ তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও বেশ কিছু নিরাপত্তাকর্মীকে হত্যার ঘটনায় সরাসরি জড়িত ছিল। তারা আরও স্বীকার করেছে যে, ধ্বংসাত্মক কর্মকাণ্ডের নকশা ও বাস্তবায়নে জড়িত ছিল, যেমন—বিস্ফোরক তৈরি ও স্থাপন, খোররামশাহরের একটি গ্যাস স্টেশন উড়িয়ে দেওয়া,...