প্রাক্তন দুই প্রেমিকাকে জোরপূর্বক পতিতাবৃত্তিতে প্ররোচিত করার অভিযোগে মার্কিন হিপহপ মুঘল শন ‘ডিডি’ কম্বসকে ৫০ মাসের (চার বছর দুই মাস) কারাদণ্ড দিয়েছেন মার্কিন আদালত। শুক্রবার (৩ অক্টোবর) এক শুনানি শেষে এই রায় প্রদান করেন বিচারক। বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, নিউইয়র্কের একটি কারাগারে ইতিমধ্যেই ১২ মাস যাবত কারাবন্দি রয়েছেন ডিডি, যা তাঁর সাজার সঙ্গে যুক্ত হবে। এ ছাড়া প্রভাবশালী এই র্যাপার অবিলম্বে আপিল করবেন বলেও আশা করা হচ্ছে। কম্বসের আইনজীবীরা ১৪ মাসের কারাদণ্ডের পক্ষে যুক্তি দিয়েছিলেন, কিন্তু প্রসিকিউটররা তাঁর পারিবারিক সহিংসতার ইতিহাস উল্লেখ করে ১১ বছর কারাদণ্ড চেয়েছিলেন। শেষপর্যন্ত বিচারক অরুণ সুব্রামানিয়ান জানান, প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে এবং একটি বার্তা দেওয়ার জন্য উল্লেখযোগ্য সাজা প্রয়োজন। আদালত প্রসিকিউটরদের পাশাপাশি গায়কের কয়েকজন সন্তানের জবানবন্দি শুনেছেন, সেইসময় সন্তানদের কেউ কেউ প্রকাশ্যে কাঁদছিলেন। আসামিপক্ষের আইনজীবীরা কম্বসকে...