রাজবাড়ীর বালিয়াকান্দির নারুয়া ইউনিয়নের কোনাগ্রামের আজিজ মহাজন হত্যা মামলা প্রত্যাহারের জন্য মামলার বাদী আ. রহমান মহাজনকে হুমকিসহ নানা ধরণের অত্যাচারের অভিযোগ উঠেছে আসামিদের বিরুদ্ধে। মামলা প্রত্যাহারের স্বীকার না করায় বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে প্রায় ৫ লাখ টাকার ফসল কেটে বিনষ্ট করেছে আসামি পক্ষের লোকজন- এমন অভিযোগ করেছেন মামলার বাদী আ. রহমান মহাজন। তবে এসকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্তরা। শুক্রবার সন্ধ্যায় বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আ. রহমান। বিষয়টি নিশ্চিত করে বালিয়াকান্দি থানার কর্তব্যরত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আবু বক্কর সিদ্দিক জানান, একটি বিচারাধীন হত্যা মামলার বাদী থানায় এসে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি গ্রহণ করা হয়েছে। মামলার বাদি আ. রহমান জানান, তার ছোট ভাই আজিজ মহাজনকে ২০২৩ সালের ১৫ অক্টোবর রাতে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে...