পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের উপদেষ্টারা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কাছে আরব সাগরে নতুন একটি বন্দর নির্মাণ ও পরিচালনার প্রস্তাব দিয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) ফাইন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, মার্কিন বিনিয়োগকারীরা পাকিস্তানের গুরুত্বপূর্ণ খনিজসম্পদে প্রবেশাধিকার পাওয়ার উদ্দেশ্যে বেলুচিস্তানের গওয়াদার জেলার পাশনি শহরে একটি টার্মিনাল নির্মাণ ও পরিচালনা করবেন। পাশনি বন্দর নগরী আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। প্রতিবেদন অনুযায়ী, এই উদ্যোগ আসে এমন এক সময়, যখন গত সেপ্টেম্বর মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান মুনির হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে শাহবাজ শরিফ কৃষি, প্রযুক্তি, খনন ও জ্বালানি খাতে মার্কিন বিনিয়োগ আকর্ষণের আহ্বান জানান। ফাইন্যান্সিয়াল টাইমস আরও জানায়, প্রস্তাবটি কিছু মার্কিন কর্মকর্তার সঙ্গে অনানুষ্ঠানিকভাবে ভাগ করা হয় এবং পরে তা মুনিরকে উপস্থাপন...