সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অনুষ্ঠিত ‘বিগ টিকিট আবুধাবি’ লটারি সেপ্টেম্বর মাসের ড্রতে ২০ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬৬ কোটি ৩৪ লাখ টাকা) জিতেছেন একজন প্রবাসী বাংলাদেশি। শুক্রবার (৩ অক্টোবর) ‘বিগ টিকিট আবুধাবি’ নামের ওই লটারির বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। শারজাহতে বসবাসরত হারুন সরদার (৪৪) টিকিটটি ১৪ সেপ্টেম্বর কেনেন। তিনি পেশায় একজন প্রাইভেট ট্যাক্সিচালক। জয়ী টিকিটের নম্বর ০৩৫৩৫০। খালিজ টাইমস জানায়, সেপ্টেম্বর মাসের গ্রান্ড প্রাইজের ড্র হয়েছে শুক্রবার। আর তাতেই ভাগ্যের চাকা ঘুরেছে হারুন সরদারের। লাইভ ড্র-এর সময় শো-এর দুই জনপ্রিয় উপস্থাপক রিচার্ড ও বুশরা যখন গোল্ডেন ফোনে হারুনকে কল দিয়ে জয়ী হওয়ার সংবাদ জানান, তখন হারুন বিস্মিত হয়ে মাত্র ‘ওকে, ওকে, ঠিক আছে’ বলতে পেরেছিলেন। শো-এর দর্শকরা মুহূর্তেই আনন্দে ফেটে পড়েন। তবে হারুন একাই পুরস্কারের পুরো অর্থ...