যুক্তরাষ্ট্রের ‘দ্য ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকস’–এর তথ্য অনুযায়ী, নারীরা গড়ে প্রতিদিন প্রায় ১৪.৪ মিনিট সময় ব্যয় করেন কাপড় ধোয়ার পেছনে। অর্থাৎ, প্রতি মাসে প্রায় আট ঘণ্টা চলে যায় শুধু কাপড় ধোয়ার কাজে। যা একেবারে পূর্ণ একদিনের সমান কাজের সময়। তাই কাপড় ধোয়ার ফাঁকে একটু বুদ্ধিমত্তার সঙ্গে এগোলে সময় এবং পরিশ্রম দুটোই বাঁচানো সম্ভব। সব পোশাক প্রতিবার ব্যবহার করার পর ধোয়া প্রয়োজন হয় না। যেমন— শরীরচর্চার পোশাক বা মোজা প্রতিবার ব্যবহারের পর ধোয়া দরকার। তবে অনেক পোশাকই কয়েকবার ব্যবহার করা যায়, যদি সেগুলো সঠিকভাবে যত্নে রাখা হয়। বাতাসে মেলে দেওয়া:পোশাককে একটু শ্বাস নেওয়ার সুযোগ দিতে হবে। ব্যবহার করা কাপড় যদি মেঝেতে ফেলে রাখা হয় অথবা ভাঁজ করে স্তূপ করে রাখা হয়, তাহলে সেগুলোতে দুর্গন্ধ ও আর্দ্রতা আটকে যেতে পারে। এতে পোশাক...