ঢাকা: চলতি অর্থবছরে বাংলাদেশ ৮৪৪ কোটি ডলারের বেশি বিদেশি ঋণ গ্রহণ করতে পারবে না, এমন শর্ত আরোপ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির সর্বশেষ কান্ট্রি রিপোর্টে এই ঋণ সীমা নির্ধারণের পাশাপাশি বিভিন্ন প্রান্তিকে ঋণ গ্রহণের পরিমাণও নির্দিষ্ট করা হয়েছে। অর্থনীতিবিদরা এটিকে দেশের আর্থিক স্থিতিশীলতার জন্য ইতিবাচক হিসেবে দেখছেন এবং প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে আরও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন।বাংলাদেশের উন্নয়ন প্রকল্পের জন্য বিদেশি ঋণের ওপর বড় নির্ভরতা থাকে, পাশাপাশি বাজেট সহায়তারও বড় অংশ আসে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে। কিন্তু গত দেড় দশকে সরকার ঋণ গ্রহণে যথেষ্ট সতর্কতা অবলম্বন না করার কারণে আর্থিক ব্যবস্থাপনায় চাপ বাড়েছে। এজন্য আইএমএফ সম্প্রতি দেশের ঋণ গ্রহণে সীমা নির্ধারণ করেছে।যদিও পূর্বে এই শর্ত কার্যকর করা হয়নি, তবে সাম্প্রতিক সিদ্ধান্তে ২০২৫-২৬ অর্থবছরে ৮৪৪ কোটি ডলারের বেশি ঋণ গ্রহণে...