০৪ অক্টোবর ২০২৫, ০৫:২৫ পিএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ০৫:২৫ পিএম পটুয়াখালীর মহিপুর থানার ধুলাশ্বার ইউনিয়নের পাঁচ জেলে গভীর সমুদ্রে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ জেলেরা হলেন—মিলন বিশ্বাস, মিরাজ বিশ্বাস, রায়হান হাওলাদার, কাইউম ও ইউনুস। স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৮ সেপ্টেম্বর) ভোরে ধুলাশ্বার ইউনিয়নের নতুনপাড়া গ্রামের জেলে ঘাট থেকে একটি লাল রঙের ফাইবার নৌকা নিয়ে তারা বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ জেলে মিলন বিশ্বাসের ভাই মুস্তাকিন বিশ্বাস, জানান, “আমার ভাইসহ আরও চারজন জেলে সমুদ্রে গিয়েছিল মাছ ধরতে। সাধারণত তারা দুই দিনের মধ্যেই ফিরে আসে। কিন্তু এখন ৭ দিন হয়ে গেলেও কোনো খোঁজ নেই। উপরন্তু এখন সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। আমরা ধারণা করছি, সাম্প্রতিক নিম্নচাপের প্রভাবে তাদের নৌকাটি...