আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি:একজন স্বপ্নবাজ তরুণ জিহাদ, ছেলেবেলা থেকেই রোবটের প্রতি তার ছিল কৌতুহল। রোবটিক্সের মাধ্যমে মানুষের কল্যানে নতুন কিছু সৃষ্টি করাই ছিল তার স্বপ্ন। চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনার ছেলে জাহিদ হাসান জিহাদের সেই স্বপ্ন এখন বাস্তবে রূপ নিয়েছে। তার উদ্ভাবনী “হেক্সাগার্ড রোভার” দেশের সীমানা পেরিয়ে প্রশংসিত হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। বোমা শনাক্তকরণ ও নিষ্ক্রিয়করণে সহায়তা, অগ্নি শনাক্তকরণ ও নির্বাপন, বন্যপ্রাণী নিয়ন্ত্রণ ও উদ্ধার কার্যক্রম, সীমান্তে নজরদারিসহ বিভিন্ন সামরিক মিশন পরিচালনায় সক্ষম এই রোভার। রোবোটিক্স নিয়ে ব্যাপক গবেষণার জন্য দর্শনা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জাহিদ হাসান জিহাদ প্রতিষ্ঠা করেন চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ক্লাব। সেখানে প্রায় এক বছর ধরে নিরলস পরিশ্রম করে তৈরি করেন “হেক্সাগার্ড রোভার”। তার কাজে সহযোগিতা করে তার সহপাঠি ও শুভাকাঙ্খিরা। চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ক্লাবের...