ইলিশের প্রধান প্রজনন মৌসুমে চলতি অর্থবছরে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’ এর আওতায় মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হয়েছে। এই উপলক্ষ্যে চাঁদপুর মেঘনা মোহনায় একটি নৌর্যালি বের হয়। শনিবার (৪ অক্টোবর) বেলা ১১টায় চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেড এলাকায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মহসীন উদ্দিন। তিনি বলেন, চাঁদপুরের জন্য গর্বের তিনটি বিষয় রয়েছে—পদ্মা-মেঘনা নদী, ইলিশ ও পর্যটন। ইলিশের প্রজনন রক্ষা না হলে চাঁদপুরে ইলিশ নিয়ে গর্বের বিষয়টি থাকবে না। জেলেদের উদ্দেশ্যে তিনি বলেন, এবছর আপনাদের একাধিকবার সচেতন করেছি এবং একই সাথে ইলিশ না ধরার জন্য অনুরোধ করেছি। আশা করি, আপনারা ইলিশ ধরার জন্য নদীতে নামবেন না। যদি কেউ আইন অমান্য করেন, তাহলে কঠোর...