ঢাকায় আসছেন বিশ্বখ্যাত সংগীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খানের পৌত্র সিরাজ আলী খান। প্রপিতামহের ১৬৪তম জন্মদিন উপলক্ষে আয়োজিত ধ্রুপদী সন্ধ্যায় সরোদে যন্ত্রসংগীত পরিবেশন করবেন তিনি। একই মঞ্চে সংগীত পরিবেশন করবেন দেশের প্রতিভাবান তরুণ শিল্পীরাও। ওস্তাদ আলাউদ্দিন খানের জন্মদিন উপলক্ষে ধ্রুপদী সন্ধ্যায় আয়োজন করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। আসছে বুধবার লালবাগ কেল্লায় এ অনুষ্ঠানে অংশ নিতে ভারত থেকে বাংলাদেশে আসছেন সিরাজ খান। এর আগে ২০২২ সালে ঢাকায় ‘মেলোডিয়াস জার্নি অব সিরাজ আলী খান’ শিরোনামে তার একটি পরিবেশনসন্ধ্যার আয়োজন করেছিল সাতোরি একাডেমি অব আর্টস। ওস্তাদ আশীষ খানের ছোট ভাই অধ্যাপক ধ্যানেশ খানের একমাত্র ছেলে সিরাজ আলী খান। দাদা ওস্তাদ আলী আকবর খান এবং সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খান প্রপৌত্র। সিরাজ আলী খানের সরোদে হাতে খড়ি বাবার হাতে মাত্র ৫ বছর বয়সে। পরে ওস্তাদ আলী আকবর খান,...