এশিয়া কাপ ফাইনালের ট্রফি প্রদান পর্ব ঘিরে তৈরি হওয়া বিতর্কে নিজের মতামত প্রকাশ করে সমালোচনার শিকার হয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। ফাইনালে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে শিরোপা জেতে ভারত। কিন্তু ম্যাচ শেষে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল। ভারতের এই সিদ্ধান্তকে সমর্থন করেননি ডি ভিলিয়ার্স। তার মতে, খেলাধুলাকে রাজনীতি থেকে দূরে রাখা উচিত। এক বক্তব্যে ডি ভিলিয়ার্স বলেন, ‘পুরস্কার কে তুলে দিচ্ছেন, তা নিয়ে ভারতীয় দল খুশি ছিল না। আমার মনে হয় না, খেলাধুলায় এসবের কোনো স্থান আছে। রাজনীতিকে এর থেকে দূরে রাখা উচিত। ’ তিনি আরও যোগ করেন, ‘খেলাধুলা একটি স্বতন্ত্র বিষয় এবং একে সেভাবেই উদযাপন করা উচিত। এই ঘটনা দেখাটা বেশ দুঃখজনক, তবে...