দীর্ঘদিন দেশ ছেড়ে পালিয়ে থাকার পর দেশে ফিরে গ্রেপ্তার হয়েছেন হালট্রিপ কেলেঙ্কারির হোতা মোহাম্মদ তাজবীর হাসান। তিনি সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক। বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাসলিমা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উনার বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে সে অভিযোগের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। তাকে আজ থানায় হস্তান্তর করা হয়। আমরা তাকে ৫৪ ধারায় আদালতে পাঠিয়েছে। এদিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, গতকাল (শুক্রবার) মধ্যরাতে তাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর...