ইসরায়েলি হামলা ও অবরোধের কারণে ২০২৫ সালে গাজায় অপুষ্টিতে ভুগে ৪০০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বর্তমানে গাজার ৪টি হাসপাতাল অপুষ্টির চিকিৎসা দিচ্ছে। তবে সেখানে পুষ্টিকর সাপ্লিমেন্টসের তীব্র ঘাটতি ও জায়গার অভাবে সেবার পরিধি বাড়াতে অক্ষম চিকিৎসকরা। এতে হাজারো শিশু প্রতিরোধযোগ্য মৃত্যুর ঝুঁকিতে রয়েছে বলে জানায় সংস্থাটি। গাজায় ২ বছর ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। উপত্যকাটিতে ত্রাণ প্রবেশ বন্ধ থাকায় অনাহার ও অপুষ্টিতে প্রতিদিনই ফিলিস্তিনিদের মৃত্যু হচ্ছে। বর্তমানে গাজার ৪টি হাসপাতালে অপুষ্টির চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে একটি উত্তর গাজার আল-আওদা হাসপাতাল। তীব্র অপুষ্টিতে ভুগে সেখানে চিকিৎসা নিচ্ছে শাহের নামে একটি ফিলিস্তিনি শিশু। তার মা জানায়, অপুষ্টির কারণে গর্ভাবস্থায় এবং সন্তান জন্ম দেওয়ার পর তার শারীরিক অবস্থার ভয়াবহ অবনতি হয়। খাবারের অভাবে অস্বাভাবিক...