বর্তমান সরকার সংস্কার ও সনদ নিয়ে দেশে-বিদেশে এমন একটা প্রত্যাশার জন্ম দিয়েছে, যেন এই সনদ গৃহীত হলে আমাদের রাজনীতি একদম পরিশোধিত হয়ে যাবে এবং দেশে ফ্যাসিবাদের কোনো নাম-নিশানাও থাকবে না। পরে আর কোনো সরকারই ফ্যাসিবাদে পরিণত হতে পারবে না। রাজনৈতিক দলগুলোও নিজেদের প্রয়োজন অনুযায়ী সুর মিলিয়ে যাচ্ছে সংস্কার ও সনদের ব্যাপারে। প্রয়োজনে বিরোধিতাও করছে। কিন্তু এক বড় ফ্যাসিবাদকে দূর করতে গিয়ে, তারা আরও কত কত ছোট ও মাঝারি ফ্যাসিবাদকে যে প্রশ্রয় দিচ্ছে, তা নিয়ে কথা বলতে গেলেই 'ফ্যাসিবাদের দোসর' বলে সরকারের শুভার্থী ও তথ্য কৌশলীরা তেড়ে আসছেন। সমস্যা তাড়াতে গিয়ে আরও সমস্যা তৈরির এক চমৎকার উদাহরণ হতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জুতা আবিষ্কার’ কবিতাটি। রাজা হবু দারুণ নাখোশ, ঘর থেকে বের হলেই চরণে ধুলা লাগে—‘মলিন ধুলা লাগিবে কেন পায়?’ মন্ত্রী গোবুরায়কে...