বরগুনার পাথরঘাটা উপজেলার মানুষের দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার বিরুদ্ধে জনমত প্রকাশ করতে শনিবার সকাল ১০টায় পাথরঘাটা গোলচত্বরে বড় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কয়েক শতাধিক বিদ্যুৎ গ্রাহক এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা জানান, পাথরঘাটার জন্য বিদ্যুৎ ভান্ডারিয়া থেকে ৬৬ কিলোমিটার দূর থেকে সরবরাহ না এনে বরগুনা থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরত্বে থাকা লাইনটি নিরবিচ্ছিন্নভাবে চালু করার দাবি করেছেন। পাশাপাশি তারা হুঁশিয়ারি দেন, এক সপ্তাহের মধ্যে সমস্যা সমাধান না হলে কঠোর আন্দোলনে নামবেন পাথরঘাটার জনগণ। বক্তারা বলেন, কয়েক যুগ ধরে পাথরঘাটার মানুষ বিদ্যুতের সমস্যায় ভুগছেন। নিয়মিত লো-ভোল্টেজ, ভুতুড়ে বিল ও লোডশেডিংয়ে উপজেলার বাসিন্দারা অতিষ্ঠ। জাতীয় গ্রিডে বিদ্যুতের কোনো ঘাটতি না থাকলেও এই উপজেলায় একদিনের মধ্যে সর্বাধিক মাত্র ৫ ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। লো-ভোল্টেজের কারণে টেলিভিশন, ফ্রিজ, এসি এবং অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রাংশ নষ্ট হয়ে...