সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের সুনামপুর ইসলামপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোলাপগঞ্জ থানার ওসি মো. মনিরুজ্জামান মোল্যা। আটক রেজাউল করিম (৩২) ওই এলাকার বাসিন্দা। নিহত সাহিদা বেগম (২৩) রেজাউলের স্ত্রী। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে পারিবারিক কলহের জেরে সাহিদার সঙ্গে রেজাউলের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে রেজাউল ঘরে থাকা বটি দিয়ে সাহিদার গলায় কোপ দেয়। এতে ঘটনাস্থলেই সাহিদা মারা যান। ঘটনার পরপর এলাকাবাসী রেজাউলকে আটকে রেখে গোলাপগঞ্জ থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ রেজাউলকে আটক করে থানায় নিয়ে যায়। ওসি মনিরুজ্জামান বলেন, “রেজাউল তারা স্ত্রীকে হত্যার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার...