বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বর্ণিত "সবার জন্য স্বাস্থ্য" এবং "সার্বজনীন চিকিৎসা" ব্যবস্থা কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ-এর সৌজন্যে রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়ন পরিষদ চত্বরে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্পিং উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। ফ্রি মেডিকেল ক্যাম্পিং উদ্বোধনকালে আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার মধ্যে ২৬ নম্বর দফা ‘সবার জন্য স্বাস্থ্য’ এবং ‘সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা’ কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প। তিনি আরও বলেন, বিএনপি সর্বদা সাধারণ...