সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মসজিদ কমিটির দেওয়া গোহালা নদীর সেই ইজারা বাতিল করেছে উপজেলা প্রশাসন। এতে শতাধিক মৎস্যজীবীর পরিবারে মাঝে স্বস্তি ফিরেছে। প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা। শনিবার সকালে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত উধুনিয়া গ্রামে গিয়ে নদীর আড়াই কিলোমিটার অংশের ইজারা বাতিলের পাশাপাশি ইজারাদারের কাছ থেকে নেওয়া টাকা ফেরতের নির্দেশ দেন। এর আগে বৃহস্পতিবার উপজেলার উধুনিয়া বাজার এলাকায় স্থানীয় জামে মসজিদ কমিটির উদ্যোগে গোহালা নদীর আড়াই কিলোমিটার অংশ মাছ ইজারা দেওয়া হয়। এক লাখ ৬২ হাজার টাকায় নদীটির ইজারা পান ওই গ্রামের ইউসুফ আলী মোল্লা। এতে জীবন-জীবিকা নিয়ে দুচিন্তায় পড়েন শতাধিক জেলে পরিবার। জেলেদের অভিযোগ, মসজিদ কমিটি উন্নয়ন তহবিল গঠনের কথা বলে এলাকায় মাইকিং করে ইজারার আয়োজন করেছিল। এ নিয়ে শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ বিভিন্ন সংবাদমাধ্যমে খবর...