০৪ অক্টোবর ২০২৫, ০৫:০৯ পিএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ০৫:০৯ পিএম সতীর্থদের আসা-যাওয়ার ভিড়ে দলকে একাই টানলেন মিচেল মার্শ। আগের ম্যাচের হতাশা ভুলে একার উপহার দিলেন বিফোরক সেঞ্চুরি। নিউজল্যান্ডকে তাদেরই মাঠে হারিয়ে সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। চ্যাপেল-হ্যাডলি সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে শনিবার অজিদের জয় ৩ উইকেটে। মাউন্ট মঙ্গানুইয়ে স্বাগতিকদের করা ১৫৬ রান সফরকরীরা পেরিয়ে যায় ১২ বল হাতে রেখে। তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতল অস্ট্রেলিয়া। দ্বিতীয় টি-টোয়েন্টি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ১৯ টি-টোয়েন্টি খেলে এনিয়ে ১৬ ম্যাচ জিতল অস্ট্রেলিয়া। দুটি হেরেছে তারা, পরিত্যক্ত হয়েছে একটি। রান তাড়ায় অস্ট্রেলিয়ার ইনিংসের দুই-তৃতীয়াংশ রানই করেন মার্শ। ইনিংস শুরু করতে নেমে ৭ ছক্কা ও ৮ চারে ৫২ বলে ১০৩ রান করে দলের জয় সঙ্গে নিয়ে ফেরেন তিনি। ইনিংসে...