০৪ অক্টোবর ২০২৫, ০৫:১৮ পিএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ০৫:১৮ পিএম বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনার বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৫ সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়ার পর আনুল পরিবর্তন হয়েছিল। তিনি জনশক্তি রপ্তানি ও পোশাক শিল্পকে প্রতিষ্ঠিত করেছিলেন। কৃষকদের জন্য খাল খনন কর্মসূচি করে জমিকে উর্বর করেছিলেন। বিগত বিএনপি সরকারের সময়ে আমাদের নেতা তারেক রহমান কলম বীজ প্রকল্প শুরু করেছিলেন, পরবর্তীতে তা বন্ধ হয়ে যায়, আমরা তা চালু করার চেষ্টা করব। আমাদের দেশ কে খাদ্যে সয়ংসম্পন্ন হওয়ার জন্য গৃহপালিত পশুদের বিকাশ ঘটাতে হবে। অনেক সময় দেখা যায় ছেট্ট একটা ভ্যাকসিনের জন্য গবাদি পশু মারা যায়, কৃমির ঔষধ খাওয়ালে দুধ বৃদ্ধি পায়, আমরা হয় তো তা জানিনা। এখন গরু আর আমদানি...