ঢাকা: চলতি অক্টোবর মাসে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দেশের আবহাওয়া পরিস্থিতি প্রায় স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।অবধারিত মাসব্যাপী পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবর মাসে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি লঘুচাপ, নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।বঙ্গোপসাগরে সাধারণত বছরে দুই দফায় ঘূর্ণিঝড় হয়—একটি এপ্রিল-মে মাসে এবং অন্যটি অক্টোবর-নভেম্বর মাসে। চলতি মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হবে বলে জানানো হলেও দু-এক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে দেশের উত্তর ও উত্তর-মধ্যাঞ্চলে স্বল্প সময়ের বন্যা সৃষ্টি হতে পারে।এদিকে সেপ্টেম্বর মাসের আবহাওয়ার সারসংক্ষেপে বলা হয়েছে, এ মাসে দেশে গড় বৃষ্টি হয়েছিল স্বাভাবিকের চেয়ে প্রায় ২০ শতাংশ কম। বেশির ভাগ অঞ্চলে বৃষ্টি কম হয়েছে। শুধু সিলেট অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে।সেপ্টেম্বরে দেশে সর্বোচ্চ...