ঢাকা: চলতি বছরের প্রথম সুপারমুন দেখা যাবে আগামী ৭ অক্টোবর। ওই রাতে চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে পৌঁছাবে, যার ফলে চাঁদ স্বাভাবিকের তুলনায় অনেক বড় এবং উজ্জ্বল দেখাবে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই বিরল প্রাকৃতিক ঘটনাকে ‘হার্ভেস্ট মুন’ নামে পরিচিত। এটি প্রতিবছর শরৎ ঋতুর শুরুতে দেখা যায়।কীভাবে গঠিত হয় হার্ভেস্ট মুনবিশেষজ্ঞদের মতে, হার্ভেস্ট মুন হলো শরৎকালীন প্রথম পূর্ণিমার চাঁদ, যা স্বাভাবিক পূর্ণিমার চাঁদ থেকে ভিন্নভাবে উদিত হয়। সাধারণ পূর্ণিমার চাঁদ রাতভর উঠলেও হার্ভেস্ট মুন তুলনামূলকভাবে দ্রুত উদিত হয় এবং কয়েক রাত ধরে আকাশে দৃশ্যমান থাকে। সন্ধ্যার পরপরই আকাশে ওঠার কারণে এটি আরও উজ্জ্বল মনে হয়। বিশেষ করে দিগন্তের কাছে অবস্থানের কারণে চাঁদটি বড় ও সোনালি-কমলা রঙের ছটা ফেলে।কতটা বড় ও উজ্জ্বল হবে এই চাঁদপাকিস্তান স্পেস অ্যান্ড আপার...