০৪ অক্টোবর ২০২৫, ০৫:০৮ পিএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ০৫:০৮ পিএম কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাচারি ব্রিজ সংলগ্ন ডিসি সড়কের একটি অংশের মাটি সরে গিয়ে উপরের পিচ দেবে গেছে। এতে ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। ফলে জেলার অষ্টগ্রাম উপজেলা সদর, বাজার, হাসপাতাল ও থানাসহ গুরুত্বপূর্ণ সেবামূলক এলাকাগুলোর যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শনিবার (৪ অক্টোবর) সকালে এলাকাবাসী জানান, কয়েকদিনের টানা বৃষ্টির কারণে সড়কটির নিচের মাটি ধসে যায়। এতে ব্রিজের সংযোগ অংশে বড় গর্ত তৈরি হয়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আতঙ্কে আছেন স্থানীয়রা। স্থানীয় ব্যবসায়ী আজিজুল হক বলেন, “এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ উপজেলা সদর ও হাসপাতালে যাতায়াত করেন। এখন রাস্তা ভেঙে পড়ায় কেউ যেতে পারছেন না। জরুরি রোগী পরিবহণও বন্ধ...