ইতালিতে গাজার ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানাতে সম্প্রতি অনুষ্ঠিত সাধারণ ধর্মঘট দেশজুড়ে বিশাল বিক্ষোভে পরিণত হয়েছে। এই সপ্তাহে গাজায় সাহায্য পৌঁছানোর চেষ্টা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আটকের পর, লাখ লাখ মানুষ রাস্তায় নেমে সমর্থন জানিয়েছে। শুক্রবার (৩ অক্টোবর), বিভিন্ন ট্রেড ইউনিয়ন কর্তৃক “৪০ জন ইতালীয় নাগরিক বহনকারী ফ্লোটিলার রক্ষায়” এবং “গণহত্যা বন্ধে” ধর্মঘট ডাকা হয়। সিজিআইএল জানিয়েছে, এতে ২০ লাখেরও বেশি মানুষ অংশগ্রহণ করেছে। ইতালির বড় শহরগুলোতে রেল, বাস, মেট্রো, বিমান পরিবহন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও স্কুল বন্ধ রাখা হয়। পিসা, পেসকারা, বোলোগনা ও মিলানের মহাসড়কগুলোতে বিক্ষোভকারীরা অবরোধ সৃষ্টি করেছে এবং লিভোর্নো বন্দরে প্রবেশ বন্ধ করে দিয়েছে। আমেরিকান ইউনিভার্সিটি অফ রোমের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, অধ্যাপক আন্দ্রেয়া ডেসি আল-জাজিরাকে বলেছেন, “ইতালির সরকার এখন চাপের মুখে। যদিও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঘোষণা করেছেন যে,...