ঢাকার সাভারে হানি ট্রাপের শিকার এক ভিকটিমকে উদ্ধার এবং নারীসহ অপহরণকারী চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। এসময় অপহরণের কাজে ব্যবহৃত একটি লেগুনাগাড়ি জব্দ করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মোঃ শাহীনুর কবির। এর আগে শুক্রবার বিকেলে সাভারের জামশিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত অপহরণকারী চক্রের সদস্যরা হলেন: রংপুর জেলার পীরগাছা থানার তালুকো গ্রামের মোঃ জয়নালের ছেলে শরিফুল (২৫), একই থানার ২নং সতাং গ্রামের মোঃ আঃ হাকিমের ছেলে মোঃ জয়নাল (২৫), ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ থানার দত্তপাড়া গ্রামের আঃ রাজ্জাকের মেয়ে সকাল আনমনা (১৯), শেরপুর জেলার নকলা থানার নাইরোন খোলা বাজার এলাকার মোঃ বজলুর মিয়ার ছেলে মোঃ কাওসার হোসেন কনক (২০)।...