পরিবার সঞ্চয়পত্র কেনা মানে শুধু সঞ্চয় নয়, এটি এক ধরনের আর্থিক নিরাপত্তা ও নিয়মিত আয় নিশ্চিত করার মাধ্যম। দীর্ঘ দেড় দশক ধরে মধ্যবিত্ত পরিবার, বিশেষ করে নারীদের মধ্যে এই সঞ্চয়পত্র জনপ্রিয় হয়ে আছে। ২০০৯ সালে প্রবর্তিত এই সঞ্চয়পত্র মূলত নারীদের জন্য পরিকল্পিত হলেও প্রতিবন্ধী এবং ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তি-ও এটি কিনতে পারেন। একজন ক্রেতা সর্বোচ্চ ৪৫ লাখ টাকা পর্যন্ত একক নামে পরিবার সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারেন। পরিবার সঞ্চয়পত্রের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর মুনাফা। সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগ করলে পাঁচ বছরের মেয়াদ শেষে মুনাফার হার ১১.৯৩ শতাংশ, আর বেশি বিনিয়োগে এটি ১১.৮০ শতাংশে পৌঁছায়। ব্যাংকের সুদের হারের তুলনায় এটি বেশি এবং ঝুঁকিমুক্ত। সরকারি গ্যারান্টির কারণে মূলধন হারানোর সম্ভাবনা নেই, তাই বিনিয়োগ নিরাপদ। এছাড়া সঞ্চয়পত্রের মুনাফা প্রতি মাসে...