বাঙালি জাতির আত্মপরিচয়ের প্রতীক ভাষা আন্দোলন। সেই আন্দোলনে তরুণ বয়সে যিনি বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন শত্রুর বন্দুকের সামনে, লিখেছেন কবিতা, প্রবন্ধ, করেছেন রবীন্দ্রনাথকে নিয়ে গবেষণা। তিনি ভাষাসৈনিক আহমদ রফিক। পঞ্চাশের দশকের অগ্নিঝরা সময়ে তিনি ছিলেন সেই কণ্ঠস্বরদের একজন, যারা সাহসের সাথে বলেছিলেন—আমার ভাষা আমার অধিকার। জীবদ্দশায় যে শহীদ মিনারে অসংখ্যবার দাঁড়িয়েছেন বিভিন্ন দাবিতে, আজ সেখানেই সর্বসাধারণের শ্রদ্ধায় সিক্ত হলো আহমদ রফিক। চিকিৎসা পেশা ছেড়ে তিনি প্রবেশ করেছিলেন ভাষা ও সাহিত্যের জগতে। সেখানেই খুঁজে নিয়েছিলেন তাঁর আত্মার ঠিকানা। রবীন্দ্রচিন্তা ও বাংলা ভাষার চর্চায় তাঁর অবদান অসামান্য। স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদকসহ অসংখ্য সম্মাননা। বৃহস্পতিবার বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়...