গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সবগুলো নৌ-যান ইসরায়েল কর্তৃক আটক হলেও ভূমধ্যসাগরে হয়ে গাজার উদ্দেশ্যে যাত্রা অবিরত রেখেছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) ও থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা (টিএমটিজি) নৌ-বহর। এ বহরে ‘কনশানস’ নামে একটি বড় জাহাজ রয়েছে, যার আওতায় রয়েছে আরও আটটি নৌ-যান।বর্তমানে সবগুলো একসঙ্গে গাজা অভিমুখে রয়েছে। কনশানস জাহাজটিতে অবস্থান করছেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম। শনিবার (৪ অক্টোবর) দুপুরে নিজের ভ্যারিফায়েড ফেসবুকে এক পোস্টে কনশানস জাহাজ সম্পর্কে জানান তিনি। ফেসবুকের মাধ্যমে শহিদুল আলম জানিয়েছেন, গাজার দিকে অগ্রসর হতে থাকা কনশানস নৌ-যানটি সবার শেষে রওনা করেছিল। কিন্তু এটি তাদের বহরের আওতায় থাকা অন্য আটটি নৌ-যানকে ধরে ফেলেছে। কনশানসের গতি বেশি হওয়ায় এটি সম্ভব হয়, তবে এখন জাহাজটির গতি কমিয়ে ফেলা হয়েছে। বহরের সবগুলো নৌ-যান একসঙ্গে রয়েছে। কনশানস হলো আন্তর্জাতিক...