রাজধানীতে কিশোর অপরাধীদের দৌরাত্ম্য ভয়াবহ আকার ধারণ করেছে। ছিনতাই, গার্মেন্টসের ঝুট ব্যবসা, পরিবহন খাতে চাঁদাবাজি, মাদক কারবার, জমি দখল, টার্গেট কিলিংসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে কিশোররা।তারা নিয়ন্ত্রিত হয় কোনো না কোনো গ্যাং কালচারের মাধ্যমে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারির পরও তাদের কার্যক্রম নিয়ন্ত্রণে আসছে না। বরং ঢাকার মতো সারা দেশেই বেড়ে যাচ্ছে কিশোর অপরাধ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সূত্র জানিয়েছে, রাজধানীতে বর্তমানে সক্রিয় রয়েছে ৬৮২ কিশোর অপরাধী। তাদের বিচরণ মোহাম্মদপুর, মিরপুর, ডেমরাসহ অপরাধপ্রবণ চিহ্নিত এলাকায়। কিশোররা অপরাধে জড়াচ্ছে মূলত দারিদ্র্য, পরিবার ভাঙন, বেকারত্ব, স্কুল থেকে ঝরে পড়া ও নেশার প্রভাবে। দারিদ্র্য তাদের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ করে, ফলে তারা দ্রুত অর্থ উপার্জনের অবৈধ পথ বেছে নেয়। পরিবারে স্নেহ-নির্দেশনার অভাব ও অভিভাবকদের বিচ্ছেদ মানসিক শূন্যতা তৈরি করে। বেকারত্ব ও শিক্ষার সুযোগ...