ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের আহমেদাবাদ টেস্ট শেষ হয়ে গেল বলতে গেলে মাত্র এক সেশনের মধ্যেই। রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ আর কুলদীপ যাদবের বোলিং ঝড়ে উড়ে গেল অতিথিরা। শনিবার (৪ অক্টোবর) মাত্র ৪৫.১ ওভার খেলেই গুটিয়ে গেল ক্যারিবীয় ব্যাটিং লাইনআপ। ফলে প্রথম ইনিংসে ২৮৬ রানের লিড নেওয়া ভারত জিতল ইনিংস ও ১৪০ রানের বিশাল ব্যবধানে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ঘরের মাটিতে নিজেদের যাত্রা ভারত শুরু করল দুর্দান্ত এক বার্তায়।দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে একাই ভেঙে দেন জাদেজা (৪-৫৪)। সিরাজও ছিলেন সমান ভয়ঙ্কর (৩-৩১), সাথে কুলদীপের বাঁ-হাতি জাদু (২-২৩)। ইনিংসের শুরুতেই সিরাজের শর্ট বল সামলাতে গিয়ে তাগেনারিন চন্দরপলকে বিদায় দেন নীতিশ রেড্ডির অসাধারণ ক্যাচ। এরপরই মঞ্চে আসেন জাদেজা। তার টার্নিং বলেই সাজঘরে ফেরেন জন ক্যাম্পবেল ও ব্র্যান্ডন কিং।কুলদীপ যাদবের ভিন্নধর্মী টার্ন পড়তে হিমশিম খেলেন...