০৪ অক্টোবর ২০২৫, ০৪:৩৪ পিএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ০৪:৩৪ পিএম আর্কটিক মহাসাগরের কঠিন পরিবেশ জয় করেছে চীন। চিয়াওলং সাবমার্সিবল যানে করে বরফের নিচে প্রথম মানব-ডুব সফলভাবে সম্পন্ন করেছে চীনা বিজ্ঞানীরা। সম্প্রতি ঐতিহাসিক এ সাফল্য অর্জিত হয়েছে মাদারশিপ শেনহাই-১ এবং আইসব্রেকার শুয়েলং-২-এর সহযোগিতায়। অভিযানের প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, আর্কটিকের গভীর সমুদ্রের বিস্তৃর্ণ এলাকাজুড়ে থাকা জীববৈচিত্র্য। ঘনত্ব ও আকারে উল্লেখযোগ্য পার্থক্যও দেখেছেন চীনা বিজ্ঞানীরা। তারা বলছেন, এই তথ্যগুলো মেরু অঞ্চলের জীববৈচিত্র্য সম্পর্কে জানা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মূল্যায়নে কাজে আসবে। অভিযান দলের মতে, বরফাচ্ছন্ন আর্কটিক মহাসাগরের গভীর ডুব দেওয়া সহজ কাজ নয়। সেখানকার বাতাস, ঢেউ, স্রোত, বরফ, কুয়াশা ও প্রবল শীত—সবকিছুই অভিযানকে বেশ জটিল করে তোলে। চীনের জাতীয় গভীর সমুদ্র কেন্দ্রের ডুবুরি ছি হাইবিন জানান, আর্কটিকে ডুব দেওয়ার ক্ষেত্রে বড়...