জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে দিনের প্রথম ম্যাচে আবু হাশিমের হ্যাটট্রিকের পরও রাজশাহীর কাছে ৪ উইকেটে হারতে হয়েছে রংপুর বিভাগকে। দ্বিতীয় ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম তিন বলে সোহান, মেহেরব ও প্রীতমকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। আগের দিনেই জয় পাওয়া রংপুর আগে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। ওর মাঝেই ইকবাল হোসেনের ৫০, অধিনায়ক আকবর আলীর ২৮ ও নাঈম ইসলামের ২০ রানের পরও ১৪৩ রানেই গুটিয়ে যায় রংপুর। এ তিন জন ছাড়া আর কেউই দু অঙ্ক ছুঁতে পারেননি। সাব্বির হোসেন শিকার ধরেন তিনটি, মেহরব ও পায়েল নেন দুটি করে। রান তাড়ায় ২৯ রানেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল রাজশাহী। এর পর সাব্বির রহমানের ৩৫ রানের ইনিংসে কিছুটা স্বস্তি ফেরে। শাখির হোসেন শুভ্রর সঙ্গে তিনি জুটি গড়েন ৭২ রানের।...