মার্কিন প্রেসিডেন্টডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনাপ্রস্তাবে হামাসের সম্মতিকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্বনেতারা। আর হামাসের এই পদক্ষেপকে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ট্রাম্পের গাজা যুদ্ধবিরতি পরিকল্পনায়হামাসের সিদ্ধান্তকেস্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার বিষয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের দেওয়া বিবৃতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান,গাজার মর্মান্তিক সংঘাতেরঅবসান ঘটানোর জন্য সকল পক্ষকে এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন গুতেরেস। বিশেষ করে জিম্মিদের মুক্তি এবং আলোচনায় অংশগ্রহণের জন্য প্রস্তুত থাকার ব্যাপারে হামাসের 'ইতিবাচক সাড়াকে' স্বাগত জানান তিনি। ট্রাম্পের শান্তি পরিকল্পনা প্রস্তাবে হামাসের সম্মতিকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্বনেতারা। বিলম্ব না করেই হামাসের প্রতিশ্রুতি অনুসরণের আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। এই পদক্ষেপে গাজা শান্তি ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জার্মান চ্যান্সেলর। হামাসের...